Arijit Singh
Yo Yo Honey Singh
Amitabh Bhattacharya
Ek Khan Pan Chailam Lyrics | এক খান পান চাইলাম | Folk Song Lyrics - Barenya Saha and Ananya Khyada

Collection Barenya Saha and Ananya Khyada

Ek Khan Pan Chailam Lyrics | এক খান পান চাইলাম | Folk Song Lyrics

 LyricsForest   599


Ek Khan Pan Chailam Lyrics | এক খান পান চাইলাম | Folk Song lyrics (Primary language)

একখান পান চাইলাম পান দিলে না

তোমার সনে কিসের পিরীতি 

একখান পান চাইলাম পান দিলেনা

তোমার সনে কিসের পিরীতি 

এগো তোমার সনে কিসের পিরীতি 

এগো তোমার সনে কিসের পিরীতি

পিরীতি গো তোমার সনে কিসের পিরীতি 

এক খান পান চাইলাম পান দিলে না

তোমার সনে কিসের পিরীতি 

ও এক খান পান চাইলাম পান দিলে না

তোমার সনে কিসের পিরীতি 

 

আমি প্রেম করবো না তারও সনে

যে জন প্রেমের ভাব না জানে

সেই প্রেমেতে হয় না বসতি (২)

এগো সেই প্রেমেতে হয় না বসতি 

এগো সেই প্রেমেতে হয় না বসতি

বসতি গো তোমার সনে কিসের পিরীতি 

ও এক খান পান চাইলাম পান দিলে না

তোমার সনে কিসের পিরীতি 

ও একখান পান চাইলাম পান দিলে না

তোমার সনে কিসের পিরীতি

আমার প্রেম করিয়া হইলো জ্বালা

না করছে জন আছে ভালা

প্রেমের বুঝি এমনই রীতি (২)

এগো প্রেমের বুঝি এমনই রীতি 

এগো প্রেমের বুঝি এমনই রীতি

রীতি গো তোমার সনে কিসের পিরীতি 

ও একখান পান চাইলাম পান দিলে না

তোমার সনে কিসের পিরীতি 

ও একখান পান চাইলাম পান দিলে না

তোমার সনে কিসের পিরীতি 

 

দ্বীন রামকানাই এ বলে সুজনে সুজনে মিলে

প্রেম করলে হয় না দুর্গতি (২)

এগো মরণে হয় সঙ্গেরো সাথী 

এগো মরণে হয় সঙ্গেরো সাথী

সাথী গো তোমার সনে কিসের পিরীতি 

এক খান পান চাইলাম পান দিলেনা

তোমার সনে কিসের পিরীতি 

ও এক খান পান চাইলাম পান দিলেনা

তোমার সনে কিসের পিরীতি 

এগো তোমার সনে কিসের পিরীতি 

এগো তোমার সনে কিসের পিরীতি

পিরীতি গো তোমার সনে কিসের পিরীতি 

একখান পান চাইলাম পান দিলেনা

তোমার সনে কিসের পিরীতি 

একখান পান চাইলাম পান দিলেনা

তোমার সনে কিসের পিরীতি

Ek Khan Pan Chailam Lyrics | এক খান পান চাইলাম | Folk Song lyrics in English